জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৮০

জলে বিম্ব আকারে ভাসে পরওয়ারে
আপছে আপ শব্দ করে ধ্বনি হলো তার ।।
ফাতেমা জননী, একা ছিলেন তিনি
মাশুক চিন্তা করেন, যুগে অন্ধকার ।।
গর্ভে লইলো জনম, একটি ছুরতে আদম
দুই হতে তিনজন হইলো একাকার ।।
ভিতরে নিরঞ্জন, হইয়া চেতন
ফাটিয়া গেলো নূর, হইলো প্রচার
আলী হলো শিরে তাজ, ফাতেমা গলার হার
হাসান হুসেন কর্নফুল, কোলে মোস্তফার ।।
মোহাম্মদী নূরে পাঁচটি অংশ করে
একত্রে মিশায়ে গড়ে ছেতারার হার
একটি নূর খসে পড়ে, তা হতে এ সংসারে
আব আতস খাক বাত হইলো তৈয়ার ।।
চন্দ্র সূর্য দুই ধারে, রৌশনি করিয়ে ঘুরে
দেখা দিলে দুই জনে আল্লা রছুল সার
জালালের বাণী, কুন শব্দে ধ্বনি
সূর্য হইতে ভাসিয়া সকলি তৈয়ার ।।