জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৯৮

সইলো সই
মনচোরা চিকন কালা আমার, কই রইলো কই ।।
সইলো সই, যে অবধি কালার প্রেমে বিকাইলাম পরাণ
সাগরে ভাসাইয়া দিলাম লাজ কুল মান
ননদী কুটিলা রাগী, সদায় থাকে আড়ে
শাশুড়ী জটিলা বুড়ি, কতই গালি পাড়ে
মন দুঃখে রই, আয়ান ঘোষের বেতের বারি
আর বা কত সই, সইলো সই ।।
সইলো সই, আগে যদি জানতাম প্রেমে তারা হবে বাদি
তবে কি আর প্রেম করিয়ে কানতাম নিরবধি
না যাইতাম যমুনার জলে, না হেরিতাম কালা
না খাইতাম বেতের বারি, না সহিতাম জ্বালা
মইলাম মইলাম সই, সাধ করে কলঙ্কের ডালা
মাথে তুলে লই, সইলো সই ।।
সইলো সই, সাধ করে লয়েছি মাথে, শ্যাম কলঙ্কের ডালা
সাধ করে পড়েছি গলে, শ্যাম নামের মালা
রসিক নাগর শ্যাম কালাচান, বুকের রত্ন পাটা
শ্যাম পীরিতি বাজলো বুকে, টেংরা মাছের কাটা
বিষে প্রাণ গেলো গো সই, চাতকিনী পাখির মত
ব্যাকুল হয়ে রই, সইলো সই ।।