জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৪২

দেখলাম এই ভবের মাঝে, চিরদিন কেউ রহিলো না
কোন সাগরের সেই পাড়, চলে যায় তার, খবর কিছু আর মিলে না ।।
একুশ হাজার ছয়শো মাইল করে অতিক্রম
কুণ্ডলিনীর দমের জাহাজ চলতেছে হরদম
রক্ত দেহে থাকতে গরম, হিসাব নিতে কেউ গেলোনা ।।
মূলাধার হইতে জাহাজ ষড়দলে আসে
পঞ্চভূতে টিকেট কেটে পরমায়ূ নাশে
রইলে মন তার সহবাসে, মাল চুরি যায় টের পাইলে না ।।
মায়াবী রাক্ষসী এনে ঘরে আপনার
ডাকিনী ভৈরবী রুপে, হইলে তুই চমৎকার
ঘুচাইতে তোর এই অন্ধকার, অন্তর আঁখি মেলে দেখ না ।।
তালে তালে চলছেরে সব বেতাল শহরে
এই ভাবেতে দুনিয়াতে সকল মানুষ মরে
জালালের প্রাণ কাঁপছে ডরে, উপায় কিছু করা হলোনা ।।