লভিয়ে আত্মার বল, দূর করো দুর্বল
মানসের ময়লা অন্ধকার ।।
অজ্ঞান তিমিরে সারাটি জীবন ভরে
ভাবিতেছো হাহাকারে সকলই অসার
ছাড়িলে চঞ্চল ভাব, হইবে পূণ্যলাভ
আত্মসংযম বিনে নাহি অন্য অধিকার ।।
সমতা আনিয়া প্রাণে, চেয়ে দেখো নয়নে
অহিংস ভাবের সনে করে একাকার
হৃদি গুপ্তস্তরে, আলোকিত করে
ভাসিয়া উঠিবে জ্যোতি, অতি চমৎকার ।।
শমন ভয়ে ভীত হয়ে, উঠিবেনা শিহরিয়ে
জরা ব্যাধি মুক্ত হয়ে আসবে অহংকার
জালাল উদ্দিন বলে, গুরুর কৃপা নইলে
কেমনে শিখিবে সেই ভাবের ব্যাবহার ।।