জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪০৪

আমারে বানাইলা পাগলিনী ও, নবীন সন্ন্যাসী
বানাইলা জনম দুঃখিনী ।।
বন্ধুরে, ঘরে বাদী কাল ননদী, বাইরেতে পড়শি
তোমার পীরিতি গলায়, লাগিলো মোর ফাঁসি ও ।।
বন্ধুরে, জল ফেলিয়া জলেতে যাই লইয়া কলসি
আইতে যাইতে দেখি চান্দমুখের হাসি ও ।।
বন্ধুরে, আহার নিদ্রা লয়না মনে, থাকি উপবাসী
জ্বালারই উপরে জ্বালা, হাতের মোহন বাঁশি ও
বন্ধুরে, তুমি আমার অঞ্চলের ধন, আকাশের শশী
জালাল কাঁদে, কতদিনে হইবো মিশামিশি ও ।।