জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৮১

এ বিশ্ব বাগানে, সাঁই নিরঞ্জনে
মানুষ দিয়া ফুটাইলো ফুল ।
আদমকে নিষেধ করে গন্দম খেওনা
গন্দমকে হুকুম দিলো, পিছু ছেড়োনা
বুঝিতে আজ তার বাহানা, সংসারে এই গণ্ডগোল ।।
যে গন্দম খেয়ে আদম হইলো গোনাগার
আজ পর্যন্ত আমরা সবে করতেছি আহার
হযরত আদম হাওয়া সে গন্দম, এই হলো কথার মূল ।।
হাওয়া গন্দম ছিড়ে যখন বেহেশতো খানায়
তিনফোটা খুন জারি তখন হয়ে যায়
এক ফোটা দিয়া মানুষ গড়িয়া ভরেছে দুনিয়ার কোল ।।
গন্দমের আঠা দিয়ে বানায়ে লাল কালি
ছাপাখানার ঘরে কোরাণ দিতেছে তালি
আসল কথা যদি বলি, মুন্সী মোল্লায় বলবে বাতুল ।।
গন্দমের বাহানা করে পাঠায় সংসারে
মানুষ দিয়ে মানুষ বানায় মানুষের ঘরে
কোরাণ ছাপায় কোরাণ ধরে, লাগছে বিষম হুলুস্থুল ।।
জালাল উদ্দিন ভাবতে ভাবতে হয়ে পেরেশান
গন্দম গাছের তলে গেলো পাইয়া ময়দান
গিয়ে তথায় পড়িয়ে ঘুমায়, নেশার ঝোকে ভাঙেনা ভুল ।।