জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৬

আমি ধন্য বলি তারে
আপন দেশে যেজন বসে, চিনতে পারে আপনারে ।।
বিজাতি এক অধিকারী, বিলাতে তার আসল বাড়ি
কলিকাতায় হয় কাচারি, হুগলী নদীর পাড়ে
আর এক থানা আছে জানা দিল্লির শহরে
খাটে না তার আইনের বিচার, নিকটে ঐ কুচবিহারে ।।
উত্তরে নেপাল ভূটান, পশ্চিমে হয় বেলুচিস্তান
দক্ষিণেতে লঙ্কাপুরী, মণিপুর পুবধারে
ব্রহ্মপুত্রের জন্ম হইলো, মানস সরোবরে
গঙ্গা আর যমুনা মিশে, ত্রিবেণী তার নামটি ধরে ।।
আপন দেশে গয়া কাশী, নাসিকাতে বাজে বাঁশি
হরিদ্বারে শব্দ করে, শোনা যায় কানপুরে
লণ্ডন থেকে চেয়ে দেখে মহাসিন্ধুর পাড়ে
বিদেশী মাল আমদানী হয় করাচীর বন্দরে ।।
বোম্বাই হতে রপ্তানী মাল, বাহির হয়ে যায় চিরকাল
আদনে আদরের বিকি রমণীর বাজারে
লাকসাম হইতে লাইন খুলেছে বাহাত্তর হাজারে
শোণিত স্বরূপা রাণী, সে সব পথে সদায় ঘোরে ।।
খাইবার বোলান দুটি পাশে, পরম আর্য এলো দেশে
জীবাত্মা অনার্য বেটা পলাইলো পাহাড়ে
মেয়ের কাছে লইছে আশ্রয় গৌরীশঙ্করে
সোনার ভারত আপন মূরত, জালাল উদ্দিন চিনলো নারে ।।