জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৯৫

নিরাকারের বিকারে মোর নাইকো প্রয়োজন
তারে আপন মাঝে গোপন ঘরে দেখবো অনুখন ।।
পরম চেতন সত্তা হতে, এলাম আমি এ জগতে
আমার মাঝেই ডুবে আছে সে পরশ রতন ।।
যে চিনেছে সাঁপের হাসি, সে বনে যায় বাপের মাসি
ঘরে ছেড়ে কে বাইরে তারে, করে অন্বেষণ ।।
নিজকে নিজে যে চিনেছে, নিরঞ্জনকে সে পেয়েছে
মরণ ভয়ে পিছন দিয়ে, সার করে গুরুর চরণ ।।
জালাল সাঁপের বিষ খেয়েছে, সর্ব অঙ্গ ছেয়ে গেছে
ফিরবেনা আর ডাকলে তারে, যতক্ষণ না হয় মরণ ।।