মনে যা চায় করবিনা কেন, ভয় পেয়েছো কার কথায় ?
স্পৃহাশূণ্য না হইলে, আসতে হবে ফের দুনিয়ায় ।।
আমিত্ব রুপান্তর করি, হবে দেহধারী
কাঙ্গাল হলে কষ্ট ভারী, ধনী সুখে কাল কাটায় ।।
কর্মফলের আশ্রয় করে, জন্ম নিবে ঘরে ঘরে
রোম শ্যাম কি চীন শহরে, ঠিক নাহিরে কোন জায়গায় ।।
আশি লক্ষ যোনির শেষে, আসিয়াছো মানুষ বেশে
আর যাবেনা সেই দেশে, শৃগাল হয়ে বন জঙ্গলায় ।।
দুটানা ভাব ছেড়ে দিয়া, মানুষ কোনটা, লও চিনিয়া
জালালে কয় প্রাণ সপিয়া, দেওগে গুরুর রাঙা পায় ।।