স্থলেতে ভুলিয়া রইলে, সার হলো তোর ধুলাখেলা
সুক্ষ্ম তত্ব বিচার করে, জপো তাহার নামের মালা ।।
শান্ত দাস্য মধুর সখ্য, বাৎসল্য ভাব করে লক্ষ
ছয়জনাকে করো পক্ষ, ঘুচিবে ত্রিতাপের জ্বালা ।।
বিয়োগে সংযোগের প্রীতি, ভাবো তারে দিবারাতি
কামে জ্বালাও প্রেমের বাতি, পূর্ণ হবে ষোলোকলা ।।
মরতে পারলে প্রেমের মরা, হিসাবনিকাশ হবে সারা
সমুদ্দুরেও যায়না মারা, ভাসতে থাকে সারাবেলা ।।
জালাল উদ্দীন ভাবছে বয়ে, সুক্ষ্ম চিন্তাধারা লয়ে
গুরু যদি দয়াল হয়ে বেন্ধে দেয় তার পাড়ের ভেলা ।।