জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩

আমি বিনে কে বা তুমি দয়াল সাঁই
যদি আমি নাহি থাকি, তোমার জায়গা ভবে নাই ।।
যা করেছো আমায় নিয়ে, সৃষ্টিকে সৌন্দর্য দিয়ে
প্রাণে প্রাণে মিশে গিয়ে, মহাপ্রাণে করছো ঠাই ।।
বিশ্বপ্রাণের স্বরুপ ছায়া, আমাতে তোমারই মায়া
ছেড়ে দিলে এসব কায়া, তুমি বলতে কিছুই নাই ।।
তুমি যে অনন্ত অসীম, আমাতে হয়েছো সসীম
কালী কৃষ্ণ করিম রহিম, কত নামে ডাকছি তাই ।।
যথায় বাগান তথায় কলি, যথা আগুন তথা ছালি
কথা শুধু ভিন্ন বলি, আসলে এক বুঝতে পাই ।।
মস্ত বড় প্রেম শিখিয়ে, তুমি গেছো আমি হয়ে
ভুলের জালে ঘেরাও দিয়ে, ঘুম পাড়ায়ে খেলছো লাই ।।
জালাল কয় সেই ঘুমে থেকে, ঘর পোড়া যায় স্বপ্নে দেখে
গলা ভাঙছি ডেকে ডেকে, শক্তি নাই যে উঠে পালাই ।।