মানুষ হইতে কয়জন পারে
হাত পা নিয়া জন্ম নিলেই মানুষ বলে কয়না তারে ।।
যত সব পশু পাখি, ভূত পিশাচ নাইরে বাকী
কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে
লক্ষ যোনি ভ্রমণ করে মানুষ হয় তার পরে
মানুষ পশু যায়রে চিনা স্বভাব কর্ম অনুসারে ।।
মানুষের আচার ভিন্ন, কার্যতায় পাবে চিহ্ন
সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে
দেব জীব গুরুর ভক্ত, জীবেই দয়া করে
পঞ্চরসে থাকলে মাখা, শুদ্ধ মানুষ বলে তারে ।।
ভাবিয়া জালালে বলে, মানুষেতেই মানুষ মিলে
মানুষেরই কৃপা হইলে কত মানুষ তরে
জাতে জাতে এক এক মানুষ আসিলো সংসারে
কোটি মানুষ তরে যাবে, সেই মানুষের নামের জোরে ।।