জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৭৯

কপালজোড়া দুঃখ তুমি দিয়েছো মাখিয়ারে, নাগর কালিয়া
বড় লজ্জা পেলেম আমি নিকুঞ্জে আসিয়া ।।
বন্ধুরে, একই দেশে ছিলাম দুজন, দেখাইতে ত্রিভুবন
আপন ইচ্ছায় পাঠাইলে কতই আশা দিয়া
যেসব আদর করেছিলে, সকলই যে ভুলে গেলে
কাকের উপর কামান তুলে, দিতেছো ছাড়িয়ারে নাগর কালিয়া ।।
বন্ধুরে, লোকে করে কানাকানি, নিকটেতে আছো তুমি
কত করে দিনরজণী, পাইনা আর খুজিয়া
কেন করো এই চাতুরী, অভাগী না বুঝতে পারি
বাঁশি বাজাও বংশীধারী, কোন কোঠায় চাপিয়ারে, নাগর কালিয়া ।।
বন্ধুরে, বলিয়ে না ছিলে আগে, তাই সে আমি অনুরাগে
সাজাইলাম ফুল বিছানা, আনন্দে মাতিয়া
প্রাণের হাসি প্রাণে রইলো, নয়নের জল সার হইলো
জালাল উদ্দীন আর কতকাল মরিবে কাঁদিয়ারে, নাগর কালিয়া ।।