জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৪২

স্রোতের মুখে কূল যে ভেসে যায়
কোথা হতে আসে মানুষ, কোথায় বা লুকায় ।।
এইতো নদীর জীবনধারা, সঙ্গে মায়ার পাষাণ কারা
জগত জুড়ে দুই চেহারা, এক করা যে বিষম দায় ।।
তোর হাতে নতুন ভাণ্ড, তাই করেছো এত কাণ্ড
তোমার বিষয় বিভব কী প্রকাণ্ড, চিন্তাতে না কুলান যায় ।।
ফুটবে যে ফুল সবার শেষে, তোর গোপন হাসি ছিলো মিশে
প্রথম ফুলের কলির দেশে, ছেলের হাসি যেমন মায় ।।
জালাল উদ্দীন কোথায় ছিলো, কেমন করে জন্ম নিলো
কোন সাগরের ঢেউ হয়ে ফের, মিশে যাবে কোন ভাটায় ।।