এমন ভাঙ্গা ঘরে বসত করে
সুখ পেলাম না জীবনে আর ।।
অষ্ট খাম্বা চৌদ্দ রোয়া, সাড়ে তিন পোয়া
এই ঘরেতে ব্যাপার ধাধার
নয় দরজা রহে খোলা, পথের ধূলা
ঘর করে দেয় অন্ধকার ।।
দুইশত ছয়টা নলে আছে খাড়া, উলু সারা
ছনের ছানি হয় যে তাহার
এই ঘরে কি আর থাকা যায়, হায়রে হায় হায়
গোসাই পদে দেই নমস্কার ।।
তিনশো ষাটটা দড়ির বান্ধ, তিনটি প্রধান
খাড়া রাখছে ঘরটা আমার
জালালে কয় সময় থোড়া, হলেম বুড়া
উড়া দেওয়ার খুবই দরকার ।।