জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৩

দয়াল গুরু বিনে কইবো কথা কার সনে
থেকে থেকে দিবানিশি, উঠে আমার মনে গো ।।
চৈত্র মাসের সংক্রান্তিতে, করলাম দূর্গাপূজা
জন্মাষ্টমীর দিনে রাখলাম, কোন বা নিয়তের রোজা গো ।।
আশা রইলো সুন্দরবনে, লেংটি রইলো ডালে
বিড়ালে এক হস্তী লইয়া, ডুবে গেলো পাতালে গো ।।
সাগরে নাই এক বিন্দু জল, মাছ উঠেছে গাছে
ষাড়ের পেটে গাইয়ের বাছুর, কি খাইয়া প্রাণ বাঁচে গো ?
শীতলি মায়ের হাড়ি ভেঙে, খাইয়া গেলো শ্যামে
জালালে কয় বুঝতে বিষয়, পণ্ডিতেরও ঘামে গো ।।