আয় মাঝি নে আমারে, তুলে তোমার নায়
দেশে যাইতে মনে চলেছে, সময় বয়ে যায় ।।
অমাবস্যা অন্ধকার, কেমনে থাকি নদীর পাড়
না চাহিলে দীনের পানে, করি কি উপায়
কার বাড়িতে যাবো আমি, রাস্তা কে দেখায় ।।
পাপের বোঝা হইলো ভার, সহ্য নাহি হয় আমার
সাধ করিয়া মনোরঙ্গে লইয়াছি মাথায়
শেষ বাজারে হাটে এসে, ঠেকতে হলো দায় ।।
ভাবে যত পুরুষ নারী, দিয়ে গেলো খেয়ার কড়ি
পার হইয়া গেলে পরে, আর কিছু না চায়
রাজা বাদশা সবাই সমান, ভাসলে দরিয়ায় ।।
পয়সা কড়ি হাতে নাই, কি দিবোরে মাঝি ভাই
কাঙালে কি দেয়না পাড়ি অকূল দরিয়ায়
আজ সকালে কয় জালালে ধরি তোমার পায় ।।