তোমায় তুমি না চিনাইলে প্রভু তোরে কে চিনে ?
পথের নাহি আছে অন্ত, যে পথ চলো রাত্রদিনে ।।
গুটি পোকার জাল বুনিয়া, তার ভিতরে আটক হইয়া
বহুরুপীর ভাব ধরিয়া, ব্যাপ্ত রও ক্ষিতি বিমানে ।।
নিশ্বাসের বিশ্বাস নাই, অখণ্ড, অসীম সাঁই
ভাণ্ডে বিরাজিত সদাই, হারাইয়াছি খণ্ড জ্ঞানে ।।
তপস্যা করো কিংবা অনশন, শ্বাস রোধ করে আজীবন
ছাড়াইতে না পারছি শমন, সদাই চলে পিছনে ।।
আগে বাবা ডেকে পিতায় যেমনি পুত্রে ডাকতে শিখায়
তেমনি করে তুমি আমায় চিনায়ে যাও নিজগুণে ।।
অকর্মে তোর সুকর্ম ভাব, বিস্তারিতে নিজের প্রভাব
হইয়াছে আমিত্ব লাভ, জালাল মাত্র এই জানে ।।