শিরে তারা ভালে শশী, উড়ছে রে বিজয় নিশান
স্বাধীন আমি নই পরাধীন, দেহ আমার পাকিস্তান ।।
পাক মাটিতে রোদ বাদলে, কত রঙের ফসল ফলে
হাহাকারের কোলাহলে উধাও তবু সবার প্রাণ ।।
রাজধাণীতে সহস্র চোর, উজান রাজ্যে লাট বাহাদূর
শাসনতন্ত্র কয়টার উপর দেওয়াতে আজ দেশ হয়রান ।।
মন্ত্রী আমলা দালাল সিপাই, রক্ত চুষে খাইলো তাই
অন্ত্রেতে পাটোয়ারী ঠাই, হজমীতে হয় বলীয়ান ।।
যে যেথা রয় যেমনি পদে, রাতদিন শুধু পোটলা বাধে
নাগরিক তাই বসে কাঁদে, কোনদিন হয়রে বন শ্মশান ।।
ঠিক নাই যেথা কর্তা কর্ম, রয়না হেথা ধর্মাধর্ম
ভোগী জানে ভোগের মর্ম, স্বার্থ নিয়ে পেরেশান ।।
পাক দেশে নাই ত্যাগ সাধনা, ভুল পড়েছে দূরের ভাবনা
জালালের হয়েছে জানা, ভোগের দেহ সন্দিহান ।।