চেনগা মানুষ ধরে
মানুষ দিয়া মানুষ বানাইয়া, সেই মানুষে খেলা করে ।।
কিসে দিব তার তুলনা, কায়া ভিন্ন প্রমাণ হয়না
পশুপক্ষি জীব আদি, যত এ সংসারে
দুইটি ভাণ্ডের পানি দিয়া, অষ্ট জিনিস গড়ে
তার ভিতরে নিজে গিয়ে, আত্ম রুপে বিরাজ করে ।।
মায়াসুতে জাল বুনিয়ে, প্রেমের ঘরে ভাব জাগায়ে
প্রাণেতে প্রাণ মিশাইয়ে, রহে জগৎ জুড়ে
নব রঙ্গে ফুল ফুটিলে, ভোমর আসে উড়ে
ফুলের মধু দেখতে সাদা, আপনি খেয়ে উদর ভরে ।।
সমুজ নিয়ে দেখো হয়ে, চলো ভেদ বিচারে
একটি পুরুষ নিজ ছুরতে, জগৎমাঝে ঘোরে
লক্ষ নারীর মন যুগাইয়া, প্রেমের মরা আপনি মরে ।।