জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৫১

কীসেরই উপরে জীবন করিতেছে সুনির্ভর
কেউ নি পারো, খাটি ভাবে, দিতে ঐ কথার উত্তর ।।
সত্য আর অসত্যে মাত্র, বিশ্বমাঝে দুইটি পাত্র
সংকেতে লেখা আছে লাল কালিতে তিন অক্ষর
সেই অক্ষর হয় কোন ভাষাতে, সকলেরই সাথে সাথে
হিন্দু বৌদ্ধ খ্রিস্ট জাতে, মুসলেমের নয় ভাবান্তর ।।
ঐ যে বাতাস আসে যায়, রাত্রদিনে কোন কথায়
নীচে হইতে উপরে উঠায়, কে হলো তার সহচর
কার পীরিতের আকর্ষণে, ভিতরেতে নেয় টেনে
আটকা পড়লে তনে মনে, গোল বাজে তায় ভয়ংকর ।।
এই সৃষ্টির রহস্য মাঝে, এত রঙ্গে কে বিরাজে
হাজার কোটি রুপে সাজে, বিচিত্র এই জগৎভর
অসুন্দরকে সুন্দর দিয়া, রাখছে কত সাজাইয়া
তারে পাইনা খুজতে গিয়া, রইলো চক্ষের অগোচর ।।
সবের বিধান বিধির কাছে, পৃথিবীতে যত আছে
হতবুদ্ধি মনের পাছে, ঘুরে মইলাম নিরন্তর
আর হলোনা ঠিক সিদ্ধান্ত, কোথায় আদি, কোথায় অন্ত
জালালে কয় এই পর্যন্ত, সবেই দেখছি তার ভিতর ।।