জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫১

আজব কথা শুনে এলেম চীন শহরের ময়দানে
মাটি ফাটিয়া ভাসছে মানুষ, কেউ না তারে চিনে গো ।।
আশি বছরের বুড়া বেটি, মাথায় কাটা সিঁথি
কোলের ছাওয়ালের সাথে, করেছে পিরিতি গো ।।
চোর গিয়েছিলো চুরি করতে, মালিক পড়ছে ধরা
হাইকোর্টে বিচার করে, হাকিম তিনজন মরা গো ।।
জলের নীচে আগুন জ্বলছে, লাগলো দৌড়াদৌড়ি
বাপের বিয়ের তারিখ আনতে, ছেলে যায় মামার বাড়ি গো ।।