আজকে আমি হারিয়ে গেলাম, চিরচেনা ঘরের দ্বারে
নিজকে নিজে দেখতে না পাই, পড়ছিরে ঘোর অন্ধকারে ।।
আমার যত বুদ্ধি কৌশল, সবকিছু আজ হলো বিফল
হলাম আমি হৃত সম্বল, পড়ছি বান্ধা জটিল তারে ।।
ডাক শুনিয়া বাইরে আইলাম, কে ডাকিলো না বুঝিলাম
দিক বিভ্রান্ত হয়ে এখন, কতদিকেই চলছি ঘুরে ।।
রাত দিন কিছু বুঝতে না পাই, আমার কাছে সমান সব ঠাই
চিন্তায় জালাল মরছে যে তাই, জীবন বাঁচাই কেমন করে ।।