জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৭৯

কূল গেলো কলঙ্ক রইলো, তুই বন্ধুর লাগিয়ারে, শ্যাম কালিয়া
কলঙ্কিনী হইলাম আমি জনমের লাগিয়া ।।
বন্ধুরে, জীবন রাখা হইলো দায়, অঙ্গ জ্বলে লোকের কথায়
মিছা দোষী বানাইলে পীরিতি বাড়াইয়া
যে অবধি তোমায় হারা, কেঁদে হলো তনু সারা গো
জলে ডুবলেও আগ নিভেনা, দ্বিগুণ ওঠে জ্বলিয়া রে ।।
বন্ধুরে, ভবে যারা সুখে আছে, যাই যদি তাদের কাছে
উপহাস করে কত, হাতে তালি দিয়া
গোপন কথা কেউ না জানে, বলে কেবল অনুমানে গো
সকল দোষের ভাগী হইলাম, নিজেই সাধ করিয়া রে ।।
বন্ধুরে, কুম্ভকারে পুইন সাজায়, হাড়িপাতিল দিয়া
তার মনের পুইনে পুড়ছে জালাল, এ জীবন ভরিয়া
প্রেম বাতাসে ভাঙলো বাড়ি, উচা নীচা সমান করি গো
কই যাবো মোর ঘর খুজিতে, গেছি আজ হারাইয়া রে ।।