দয়াল তোমার নামটি লইলে কী ফল ফলে
সেই কথা কেউ নাহি জানি ।।
কোথায় বা আছো তুমি, জগৎস্বামী
কী ছুরতে কোন নিশানী
আকাশ পাতাল ভূ মণ্ডলে কোথায় মিলে
রুপ তোমারই মন মোহিনী ।।
কেহ বলে বাতাস আল্লা, মাটির ঢেলা
কেউ কয় আল্লা আগুন পানি
চার চীজে দুনিয়া বন্ধ, লাগছে ধন্ধ
গেলোনা মনের ছটফটানি ।।
তোমার হাতে সে কিবা ধন, রাখছো গোপন
কোনদিন করবে বিকিকিনি
কানা কড়ি মোর হাতে নাই, কেমনে বা পাই
ভাবছে জালাল দিন রজণী ।।