জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৫২

শূণ্য হতে শূণ্য হয়ে শূণ্যে বদ্ধ রই আবার
তুমি শূণ্য আমি শূণ্য, শূণ্য আমার চারিধার ।।
দুনিয়ায় সব শূণ্য কাণ্ড, শূণ্যময় এই ব্রহ্ম অণ্ড
বিচারকালে শূণ্য দণ্ড, শূণ্যে শূণ্য এক আকার
এই অনন্ত মহাশূণ্য ব্যাপীয়া যে আছে শূণ্য
সপ্ত শূণ্য কোটির মাঝে, নব শূণ্যের আবিস্কার ।।
শূণ্য যখন হইলো পিতা, আমি হলেম শূণ্যলতা
শূণ্যেতে রহিলাম গাঁথা, দশং শূণ্যে অন্ধকার
জন্ম হইতে লক্ষ শূণ্য, মোটামুটি কোটি শূণ্য
দিলাম সদায় শূণ্যে শূণ্য, শূণ্য রইলো উদর আমার ।।
শূণ্যেরে আজ মান্য করে, ভিন্ন হইলাম পরস্পরে
শূণ্যে আমার শূণ্য হরে, শূণ্য করলো প্রেমভাণ্ডার
পুণ্যের ঘরে শূণ্য দিয়া, জালাল উদ্দীন আছে বইয়া
শূণ্যে শূণ্য মিশাইয়া দিতে পারলেই হয় যে তার ।।