জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৬৪

সময় আমার এলো নিকট, ঘোর সংকট
উপায় তো আর দেখি নারে ।।
টানিয়া আনিলাম কষ্ট, করে নষ্ট
সোনার সংসার এক্কেবারে
দিন থাকিতে হুশ হইলোনা, বিষম দেনা
ডুবছে তরী ঋণের ভারে ।।
গোলাঘর চুপে চুপে সকল রুপে
লুট হয়ে গেলো অন্ধকারে
চোরেরা যে নির্বিবাদে বোচকা বাধে
মরছি কেঁদে অশ্রুধারে ।।
করেছিলাম খুব চালাকি, দিতে ফাঁকি
বদ বুদ্ধি আর অহংকারে
কখনও এমনিভাবে আর না যাবে
নিকাশ দাবীর মামলা ঘাড়ে ।।
ধরাকে সরা জ্ঞানে অভিমানে
হিংসা করলাম যারে তারে
চলিয়া গেছে সেদিন, জালাল উদ্দীন
দায় ঠেকলো আজ ঘরের দ্বারে ।।