জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৭৩

একটি কলসের নয়টি ছিদ্র, কেমনে আনি জল
স্বামী মোরে পাঠাইয়াছে, যে ঘাটে ইংরেজের কল ।।
লইয়া অষ্ট সহচরী, পঞ্চজন রুপমঞ্জুরী
কাচা মাটির শূণ্য হাড়ি, দেখতে যেন অবিকল
কাটাবনের মাঝে দিয়ে, কেমনে আনি জল ভরিয়ে
দ্বাদশ রাখাল কাদা দিয়ে, ঘাট করেছে অতি পিছল ।।
সঙ্গে এর রঙ দেখিতে, ছয় রমণী পাড়া হইতে
ঘুরাইয়া অচেনা পথে, দেখাইয়া দেয় ঘোর জঙ্গল
ষোলকলা রুপের কানাই, কদমতলে করেছে ঠাই
জাকা জুরি করে সদাই, টানিয়ে ছিড়িলো অঞ্চল ।।
দশ মাসের গর্ভবতী, প্রাণেতে আশঙ্কা অতি
কবে এসে কাল বিষে, করে দেয় অচল
জালাল কয় দুই সতীনে, বিবাদ বাধায় রাত্রদিনে
খাটলোনা আর তাদের সনে, মুই অভাগীর বুদ্ধিবল ।।