আর আমায় দিয়োনা ফাঁকি
সবকিছু ধন তোমার হাতে, তাই তোমারে এত ডাকি ।।
ডাক শুনিয়েও দেওনা সাড়া, বুঝিয়েছি তোমার ধারা
জানো কেবল ভাঙাগড়া, মোছামুছি আঁকাআঁকি ।।
প্রেমিকের পথ দেখায়ে, অমনি আবার যাও লুকায়ে
একূল সেকূল দুকূল নিয়ে, পোড়াও তাহার দুটো আঁখি ।।
যে তোমারে চায়না মনে, তারে রাখো খুব যতনে
সব দিয়েছি শ্রীচরণে, তবে কেন আর এমনি থাকি ?
জালাল কয় মোর কী অপরাধ, পুরাইলেনা মনের সাধ
কুল নিয়ে ঘটালি প্রমাদ, তবু করেছিস তুই লুকালুকি ।।