জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৫৪

থাকবার জায়গা নয় পৃথিবী, পরবাসী দুই দিনের তরে
ঘুরছে মানুষ দিশেহারা, আসা যাওয়া নিরন্তরে ।।
এমনি করে আমার মতো, কত হাজার কত শত
ভাসছে বুদবুদ অবিরত, গভীর জলের নির্ঝরে
স্রোতের টানে আসি যাই, স্থির ভাবে না হলো ঠাই
কতভাবে ঘুরে বেড়াই, নিশ্চিহ্ন হই ফুটলে পরে ।।
কান দিসনে আর ফাঁকা কথায়, মানুষ হয়ে থাক হেথায়
ভয় করোনা লাভের খাতায় যদি তোমার শূণ্য পড়ে
সিন্ধু জলের বিন্দু সমান, আছি সবেই বর্তমান
মরলে পরে চিরতরে, মিশিবো সেই সাগরে ।।
দেখলে শান্তি হয় মনে, সেই প্রিয়কে আনো টেনে
ভালবাসো আপন জেনে, স্থান দিয়া তোর অন্তরে
জালালে কয় ভয় কিছু নাই, আপন ঘরে আপন সাঁই
আনন্দে খেলিছে লাই, যতদিন আছো এই ঘরে ।।