প্রাণে আমার কত সয়
দুর্বলে কি এমনভাবে দুঃখ দিতে হয় ?
তুমি ডাকলে না কও কথা, বোঝোনা মোর ব্যাথা
অন্তরেতে নাই মমতা, পাষাণ হৃদয়
তোমার সঙ্গে মনোরঙ্গে খেলতে কতই মনে লয় ।।
আমি বুকে জ্বালা সই, কত আশা করে ঐ
পথপানে আকূল প্রাণে কত চেয়ে রই
আসিলেনা বসিলেনা দিলেনা চরণাশ্রয় ।।
তুমি দেখে যাও আসিয়া, পুড়ে গেলো মোর হিয়া
মরণমাত্র আছে বাকী, তণু হইলো ক্ষয়
বুক ফেটে যায় মুখ ফোটেনা, কইনা কথা লাজের ভয় ।।
আমি দিন থাকতে রে হায়, কুসুমের বাগিচায়
অযতনে ঝরাই কলি, জালাল উদ্দীন কয়
বে খবরে আসবে বন্ধু, কেমনে কোথায়, নাই নির্ণয় ।।