ভাইস্তে লাহাব এই পথে ভাই গিয়েছিলো কোন কালে
হাইদর আলী ধরা পড়ছে, শুনে এলাম আজ পাতালে ।।
এজিনের নিমন্ত্রণ পাইয়া, বুড়া মানুষ কব্বর ভাঙিয়া
পলাইয়া গেলো কাফন লইয়া, রাত পোহাইলো বৈকালে ।।
আজরাইলে বিষ খাইলো, অচেতন হইয়া গেলো
সব ফেরেশতা বান্ধা রইলো, বড়ই গাছের আগডালে ।।
নূতন দেশে পুরাণ শহর, তিনশো বারো দোকন ঘর
জিনিষ কিনতে চান সদাগর, ফেলিয়ে গেলো গোলমালে ।।
ষোলো আনা বুঝে নিয়ে, একটি অংশের মূল্য দিয়ে
দুই ভাগ গেছে এমনি লইয়ে, ভাবিয়ে কয় জালালে ।।