জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৭৪

আল্লা নবী আলী, রাম কৃষ্ণ কালী
মুখে মুখে বলি কেবল সুদূর ভাবনায় ।।
রুপের ঐ মানুষ মূর্তি, জীবত্বেই পরম কীর্তি
এই বুঝিয়া মন্ত্র নিয়া করগে উপায়
তা নাহলে মুখের কথা, কেবলি যাইবে বৃথা
নাম যদি না হয় গাঁথা, ভক্তি সূতায় ।।
সাধনের উদ্দেশ্য জানিবে অবশ্য
প্রাণেতে প্রাণ মিশাইয়া মিলন দুজনায়
হবে আত্মা উন্নত, ষড়রিপু করবে নত
একে অন্যে অবিরত থাকিলে সহায় ।।
সংযোগে দুর্বল মনে, শক্তি বাড়ে দিনে দিনে
আনন্দ আসিয়া প্রাণে বিভূতি দেখায়
ধ্যানে হয় সমাধি, কহে জালালউদ্দী
মুক্তির পথে পায় সিদ্ধি, আপন চিনা যায় ।।