খোদা তোমার নাম শুনিয়া
অদর্শনে জীবন আমার তোমাতে যাই বিকাইয়া ।।
এ জীবনে ভাবলাম যত, প্রমাণ নিয়া শত শত
হয়ে আছি মর্মাহত, তোমারেই খুজিতে গিয়া ।।
লতায় পাতায় যেসব রেখা, তব প্রেমের পত্র লেখা
সে পড়া হইলোনা শিক্ষা, রইলাম শুধু চাহিয়া ।।
সাগর বাতাস পাহাড় নদী, চন্দ্র সূর্য তারকাদি
কোথায় অস্ত কোথায় আদি, দিন গেলো তাই ভাবিয়া ।।
জীবেরে দিয়েছো জীবন, বুঝিনা তাই কিবা কারণ
সঙ্গে বেধে রাখছো মরণ, বিয়োগব্যাথা জাগাইয়া ।।
রেখো তবে যত্ন করে, জালালকে তোর অতি ধারে
আর যে আসতে না হয় ফিরে, পুণর্জন্ম লইয়া ।।