জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৮৯

ভয় ছাড়ায়ে নিলে খোদা, তুমি আমার হৃদয় হতে
বজ্র আসুক পাহাড় ভেঙ্গে, মন কাঁপেনা একটু তাতে ।।
নিজেই তুমি পাষাণ হইয়া, মনের মধ্যে সাহস দিয়া
রাখতে আছো বাঁচাইয়া, সব সময়ে শান্তিমতে ।।
করিনা আর ধর্মকাম, লইনা কোনো নাম কালাম
খেয়ে শুয়ে অবিরাম, আত্মচিন্তা দিনে রাইতে ।।
মরলে পরে ফেরেশতাগণ, প্রশ্ন এসে করবে যখন
ঠিক জবাব না দিলে তখন, রাগ পাইবে সবের সাথে ।।
হাজার মনি গুর্জ দিয়া, শক্ত করে পিটাইয়া
সত্তর গজ নিচে নিয়া বেধে রাখবে পায়ে হাতে ।।
ঐনা বেদম মারের চোটে, হাতে যদি বেদনা ওঠে
ফেরেশতারা সবাই জুটে, উপায় খুজবে পলাইতে ।।
এই কি তাদের আজাব নয়, ঠিক যদি তাই হয়
ভাবিয়া জালালে কয়, কিছু নাই এর গোড়াতে ।।