টুনটুনি তুই ছোটো রে পাখি, বাসা বানছে কোন বনে
ও তোর বাসার ভিতর বসে বসে, টুনটুনানি রাত্র গো দিনে ।।
কোথায় তুনে সুতা আইন্যারে, পাতা না গাঁথিলে
ও তুই সুতাটুনির সুতার বাসা, ডিম পাড়ে তার মধ্যি যেখানে ।।
রাজার ঘরে যে ধন আছেরে, তোর ঘরে তাই রহে
এই বলিয়া চিৎকারিয়া, শুনাইতেছো জগত জনে ।।
টোনাটুনি জোড়া মিলেরে কাইশ্যা বনেই থাকে
একটুখানি শব্দ শুইন্যা, চমকিয়া চমকিয়া ওঠো গো প্রাণে ।।