নাহি আছে নিরুপণ, কোথায় বা সে জন
সৃজন মরণ যেজনে করে ।।
নিকটে কি দূরে, অন্তরে না বাহিরে
মসজিদে রহে কিংবা গীর্জা মন্দিরে
রুপা সোনা পিতলে, সাগর সলিলে
অনল অনীলে কিবা রহে আঁধারে ।।
লণ্ডন মার্কিনে, রাশিয়া কি চীনে
নেপাল ভূটান কিবা আছে কান্দাহারে
তীর্থ গয়া বারানসী, মক্কা মদীনায় আসি
কোনখানে বাজলো বাঁশি এত সুর ধরে ।।
বাইবেল কোরাণে বেদাদি পুরাণে
অন্ত্র কিবা মন্ত্র গুণে আছে অন্তরে
কিন্তু এর অস্তিত্ব নাই, ধরি ধরি পাই পাই
যোগী ঋষি রইলো তাই, গাছতলায় পড়ে ।।