জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬০০

বদ্ধ আছি মায়ার মোহে, ছুটে যাওয়া খুবই কঠিন
আর তো আমার সুজ হলোনা, মহাজনের পাওনা সে ঋণ ।।
দুনিয়ার এই ধূলিখেলায়, দিন যেতেছে মনের হেলায়
ঠকছি এবার শেষের বেলায়, দেহটা হইলো শক্তিহীন ।।
দেখে আইলাম জন্ম ভরে, কত মানুষ গেছে মরে
আজ আছে বেশ, দুদিন পরে, মাটিতে হয় সব বিলীন ।।
লক্ষ্যশূণ্য কত আশায়, পথ ভুলাইয়া নিলো আমায়
প্যাঁচ লাগিয়া আউলা সূতায়, জালে বদ্ধ আছি মীন ।।
আশা পথ খুব দীর্ঘ অতি, হতাশ হয়ে বহু যাত্রী
সঙ্গে লইয়া মেয়ে সাথী, চলিয়ে যায় রাত্রদিন ।।
পায়না কেহই শান্তি সুধা, রইয়া যায় সে ভবক্ষুধা
জালালের ঐ মন বেহুদা, গোনে কেবল এক দুই তিন ।।