জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৯৫

অন্ধকারের বুকের তলে, উজল আলো জ্বলছে সদায়
মন ঘেরিয়া রাখছে তোমার, কর্মলোপ্সু ঘোরে কালিমায় ।।
মান রয়েছে অপমানে, কাঁদন ডেকে হাসি আনে
গভীর দুঃখের মধ্যিখানে পরম সুখে ঢেউ খেলায় ।।
নিরাশাতেই আশা করে, মরণে দেও পরাণ ধরে
তাইতে যদি যাওহে মরে, নাম রইবে তোর দুনিয়ায় ।।
অভয় থাকে ভয়ের ভিতর, পায়ান সবে তাহার খবর
জানবে যারা মতি মোহর, ঘরে বসেই হাতে পায় ।।
মানুষ একটি ঠিক করিয়া, তাহারই নাম সুরত নিয়া
ধ্যানে রাখো হুশ থাকিয়া, খোদাকে পাইবার আশায় ।।
সময় থাকতে করো যতন, শরীর হবে সোনার মতন
জালালে কয় মদনমোহন, তোর ভিতরে পড়ে ঘুমায় ।।