জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৩

বুঝিতে না পারি, ওহে বংশীধারী
কোন সুরে গাই তোমার গান ।।
যে রাগ ফোটে প্রাণের ভিতর, বাজে তিনটি তার
অন্ত্রে অন্ত্রে বিনা যন্ত্রে, দিতেছে ঝংকার
কাশ্মীরা কাওয়ালী আর, যৎ পুস্তা মধ্যমান ।।
মুখে নাহি ফোটে আমার সেই সুরের ধ্বনি
নীরলে তাই হৃদিমাঝে, বাজাই আপনি
আকুল হয়ে মনের মণি, ভাটি ছেড়ে চলে উজান ।।
যে পাখিটি পিঞ্জরেতে, রাধাকৃষ্ণ বলে
সেই তো আগে ছিলো একদিন, নিগূঢ় জঙ্গলে
দলের পাখি মিশতে দলে, জাতীয়তার আছে টান ।।
তোর লাগি যখন আমার, মন হয় উদাসী
কোরাণ পুরাণ খোলে তখন, কতই তালাশি
জালালে কয় ঘুরে আসি, স্বর্গ পাতাল জমি আসমান ।।