গোলক ধাধা গোলে বাধা, গোল নিয়ে মোর বাজলো গোল
এই পারে গোল, সেই পারে গোল, গোলের নাহি আছে কূল ।।
প্রকৃতির স্বভাব গোল, চন্দ্র সূর্য গ্রহ গোল
আকাশ পাতাল যে করছে গোল, তারে নিয়া মহা গোল ।।
গোল বিন্দুতে সৃষ্টি সবার, গর্ভে থাকতে সব গোলাকার
গোলের দুগ্ধ খেয়ে আবার, গোলের লাগি হয় ব্যাকুল ।।
গোল কড়িতে গোল বড়িতে, দেহ রাজ্যে গোল মিটাইতে
কূল না পেয়ে শেষ কালেতে, গোল গুটিতে দিতে হয় গুল ।।
গোল বাসনে অন্ন খেয়ে, বিষম গোলে দিন কাটাইয়ে
সদাই ব্যাস্ত যে গোল নিয়ে, সকল গোলের হয় সে মূল ।।
ছেড়ে দেও লম্বা বাটি, এ জগতে গোলই খাটি
গোলের জন্য লাঠালাঠি, যত দেখ সুক্ষ্ম স্থুল ।।
জালাল উদ্দিন ভেবে কয়, সকলই গোল বিশ্বময়
গোল ভাঙলে হয় গোল পরিচয়, গুলবাগিচায় ফুটবে গুল ।।