দুদিন পরে কোথায় যাবো, কি হইবো
ঘুরছি কেন এ সংসারে ।।
যাদেরে আদর্শ মানে বেদ পুরাণে
তারাও সবাই গেলো ছেড়ে
কয়দিনের এই ধুলাখেলা মাটির ঢেলা
মাটি হইলো এক্কেবারে ।।
বেদে বলে জন্মমৃত্যূ কর্মহেতু
ঘটিছে তাই বারে বারে
কোরাণে কয় একবার হবে, হিসাব লবে
ধর্মাধর্ম শেষ বিচারে ।।
দুনিয়ার যত দোষীগুণী, কেউ কয় শুনি
বেহেশতো দোজখ দিবে পরে
রোজ কিয়ামত দিনেই হাশর
কেউ কয় নিত্য হইতেছেরে ।।
কে করে পাপ, কার বা পূণ্য, কিসের জন্য
মায়ার খেলা জগত জুড়ে
একদম জুদা নহে যিনি, কোথায় তিনি
থাকবে সেদিন সবাই ছেড়ে ।।
পুতুল কি পাতিল গড়িয়া, খেলো পাতিয়া
আপন রঙ্গে ভাঙ্গে গড়ে
সেই একজন রয় সবের মূলে, জালাল বলে
অন্য ভাবনা দিচ্ছি ছেড়ে ।।