এই যে শুনি অপরুপ ধ্বনি
ঝংকারে বাজিছে দিবা রজণী ।।
কে বাজায় কোথা বসে, চল যাই তার উদ্দেশে
মন কানাইয়া সেই দেশে তারে চিননি
নয় দরজা বন্ধ করে, চল যাই অন্তঃপুরে
অনাহতে তাল বাজারে, কতই রাগিণী ।।
খেমটা খেয়ালে আদ্ধা চৌতালে
নাগর নাগরী খেলে, করে টানাটানি
ঠুংরী ধামালে, মেঘে দীপক সামালে
তিন তারে মিশিয়া বলে আলেক রব্বনী ?
জালাল উদ্দিন বলে, হৃদয় কমলে
কলের গান রং মহলে, কত মিষ্ট শুনি
হাসে কালা রঙ্গে, প্রম তরঙ্গে
যাহার লাগিয়ে আকুল পরাণী ।।