চোখ থাকিতে হইলে কানা, ওরে আমার হুশ হারা মন
প্রেমের পুরে সদায় ঘুরে, পাওনা তবু দরশন ।।
মায়ার মোহে বিষম ধাধা, রুপ রসের দড়িতে বাধা
এবার হয়ে ধোপার গাধা, বোঝা বইছো সর্বক্ষণ ।।
মহাঘুমের অঘোর ঘোরে, মহাঘুমে ঘিরছে তোরে
মাটির নীচে ধীরে ধীরে, যাওয়ার হইলোনা আয়োজন ।।
কেটে নিতে মায়া বেড়ি, বৃথাই শুধু করলে দেরী
সঙ্গের সাথী ধরছে আড়ি, চোখ মেলে কর নিরীক্ষণ ।।
হৃদয়পুরের অধিবাসী, প্রাণের ভিতর বাজায় বাঁশি
নামে রুপে মিশামিশি, ঘটে পটে নিরঞ্জন ।।
জালালে কয় নিজকে নিয়া, দিয়াছি আজ বিলাইয়া
মরতে হইলো তাই কাঁদিয়া, কোনদিন জানি আসবে শমন ।।