ঠিকের ঘরে হিসাব ধরে, পড়েছি এক সমস্যায়
মানুষ খোদা, খোদাই মানুষ, ভুল ভাঙ্গিলেই বোঝা যায় ।।
এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভরে, ভাষা সৃষ্টি মানুষেই করে
তাই দিয়েই লেখে পড়ে, নানা রঙ্গের বই ছাপায়
তৌরিত জব্বুর ইঞ্জিল কোরাণ, আমরা বলি আল্লার দান
ইসলামে মানতেছে ফুরকান, আরবী ছাপা হইলো মক্কায় ।।
পৃথিবীতে এই মতো, আছে আরো শতে শত
নাম করে আর বলবো কত, এর খবর কে রাখতে যায়
সবেই যার তার মতে মতে, চলতে গিয়া সত্যের পথে
থাকবার ইচ্ছা শৃঙ্খলাতে, আছে সবের অন্তরায় ।।
আল্লার বাক্য আর কিছুনা, সবেই মনের কল্পনা
যার ভিতরে যে ধারণা, ভাসে খুদির প্রেরণায়
খাটি হইলে সবেই খাটি, তা না হলে ছালি মাটি
অনর্থক এই লাঠালাঠি, দল সাজাইয়া দুনিয়ায় ।।
জালালে তাই ভাবছে এবার, ধর্ম বলতে নাই কিছু আর
শুদ্ধ হলে মনের ভাণ্ডার, ভয় বিপদ সব দূরে যায়
খুদিতেই রয়েছে খোদা, আর কখনও হয়না জুদা
পান করিয়া নামের সুধা, পড়িয়া থাক মন সু রাস্তায় ।।