পাশুরা না যায়রে তারে, ভোলা নাহি যায়
প্রাণ বন্ধুয়ার পীরিতের ছেল, রইলো কলিজায় রে
দুঃখিনীর দরদী নাইরে ।।
সখিরে, কুল গেলো কলঙ্কি হইয়া, মান গেলো মোর মানে
হায়রে মান গেলো মোর মানে
আমি যে নিঠুরের পাগল, কাল বাদুরেও জানে রে
দুঃখিনীর দরদী নাই রে ।।
সখিরে, গাছেরি বল বাকল চোকল, মাছেরি বল পানি
হায়রে মাছেরি বল পানি
বন্ধু আমার শীতের কাথা, উদলা ঘরের ছানি রে
দুঃখিনীর দরদী নাইরে ।।
সখিরে, ছাওয়াল আমার ঘুমাইলোনা, চাদর দিয়ে গায়
হায়রে চাদর দিয়ে গায়
সেই কারনে চেংড়া বন্ধু, বেজার হইয়া যায় রে
দুঃখিনীর দরদী নাই রে ।।
সখিরে, মুই অভাগীর ডোবা তরী, কোন দিন জানি ভাসে
হায়রে কোন দিন জানি ভাসে
জালালে কয় পাইবে একদিন, দিন ফুরাইলে শেষে রে
দুঃখিনীর দরদী নাই রে ।।