জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৬৯

মনচোরা আজ ধরা পড়ছে কুমতি সেই রাণীর ঘরে
পুলিশে পাহাড়া দেয়, রাজমহিষী সুমতিরে ।।
শ্রদ্ধা ভক্তি জ্ঞান তারা সব, বড় রাণীর ভাব রাখে
কাম ক্রোধ লোভ, তিনটা ঘোরে ফাঁকে ফাঁকে
ছোট রাণীর যন্ত্রণাতে দেশ নষ্ট হয় অত্যাচারে ।।
প্রেম পদার্থ আনতে যায় কেউ ঘরের ভিতরে
কাম নিয়া সে চলে আসে দুর্বল অন্তরে
জ্ঞানের বাতি জ্বাললে পরে, কপাট লাগে আগ দুয়ারে ।।
সুখ দুঃখের অনুভূতি চিন্তার দেশে গিয়া
টেনে আনে অনুশোচন, জীবনের লাগিয়া
তখন যদি যায় মরিয়া, নরক কুণ্ড দিবে যে তারে ।।
কর্ণ জিহ্বা ত্বক মিলাইয়া নাসিকা নয়ন
বাক পানি পদ পায়ু, লিঙ্গ দশজন
নাম লইয়া এলো জীবন, ভোগ করাইতে এই সবেরে ।।
সকল রস খাইয়া মনের তৃপ্তি হইলো নাই
মধুর আশে হারায় শেষে জীবনের কামাই
আশার আশে ঘুরে বেড়াই, চিনলোনা রে জালাল তোরে ।।