সখিরে, আমার দুঃখ রইলো মনে
এ জীবনে হইলোনা দেখা, বৈদেশী নিঠুর বন্ধের সনে ।।
যাইতে জলে কদমতলে, দেখা তারই সনে
সেই অবধি পুইড়্যা মইলাম, পীরিতের আগুনে ।।
আমি নারীর কূলমান রাখবো কি সন্ধানে
শ্যাম রুপ বেন্ধে নিয়া নয়নে নয়নে ।।
আমার মনে যত না দুঃখ, লোকে কি তাই জানে
কান্দিয়া জমাইলাম পানি, আসমানে যমীনে ।।
পারলামনা আর করতে পূজা, আতর গোলাপ চন্দনে
জালাল কয় তার সেবা করা হইলোনা জীবনে ।।