জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৭

গোসাই তোমার করণ কারণ, দেহের গঠন
অভাজনে কেমনে জানি ।।
পাইড় মাড়ুল জুড়া তাড়া, খাম্বা গাড়া
কি দিয়ে তার দিছো ছানি
কার লাগিয়ে ঘরে এসে, কোথায় বসে
বলছো কথা কানাকানি ।।
কখন থাকো কোন দেশেতে, কি বেশেতে
কোন ভাবে তোর কোন নিশানি
কেন তুমি ধরা দেওনা, কাছে নেওনা
জানিনা তার নিগূঢ় মাইনি ।।
কেউ বলে আগুন আল্লা, মাটির ঢেলা
কেউ কয় আল্লা হাওয়া পানি
চার চীজে দুনিয়া বান্ধা, লাগছে ধান্দা
গেলোনা মনের ছটফটানি ।।
কোন কোঠায় কিবা ধন, করছো গোপন
কোন দিন হবে বিকিকিনি
জালালে কয় তোমার কাছে পাওনা আছে
তবু কি আজ হলেম ঋণী ?