মইলাম পীরিতের অনলে গো, বেদনি সই
কালারে পাইবো কোন ছলে ।।
সখিরে, ধন দিলাম মানরে দিলাম, যৌবন দিলাম জলে
নাকের বেশর বেচিয়ারে দিলাম, মন পাইবো বলে গো ।।
সখিরে, শরম ভরম সব খোয়াইয়া, কূল হারাইলাম পিছে
বাপ ভাইয়ের মুখ পোড়াইলাম, ঐ চান্দুয়ার নীচে গো ।।
সখিরে, আঘাটেতে ঘাট হইয়াছে, নদী হইলো খালে
যেমনি ছিলাম, তেমনি আছি, নয়ন ভাসে জলে গো ।।
সখিরে, রাতি পোহাই একাকীনি, মুই অভাগ্যা নারী
আউসাইয়া বাউসাইয়া বন্ধু, আইতো আমার বাড়ি গো ।।
সখিরে, পক্ষীরাজ মাটিতে হয়না, বৃক্ষের আশ্রয় ছাড়া
নিরাশ্রয়ে ঘুরছে জালাল, জিয়ন্তে আজ মরা গো ।।